ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইন এর বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে ছাত্রলীগ সভাপতি এস এম মাহবুব হোসাইন এর নিজ বাড়িতে ওনার বাবা মরহুম আব্দুল বাকি(ছিফু) সাহেব এর
আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেন।
এস এম মাহবুব হোসাইন বলেন, আমার বাবা মরহুম আব্দুল বাকি(ছিফু) সাহেব সর্বদা সাধারণ মানুষের জন্য নিবেদিত ছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি আমার পিতার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চাই।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।