নেত্রকোনার দুর্গাপুরে এস এস সি-২০১৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ই এপ্রিল) দুর্গাপুর সুসং সরকারি কলেজ মাঠে সবুজ অরণ্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্টানে ফারাজ আহমেদ পল্লব,আব্দুল্লাহ আল মুবিন,নাইমুর রহমান ইমন,কামরুল হাসান সজিব,অসিত চক্রবর্তী,শেখ হোজাইফা,রাকিব ঢালী,অনিক, হিমেল, রানা,রাজ আকুঞ্জী, বিপ্লব হাসান রায়হান,পলাশ সাহা,সহ এস এস সি ১৪ ব্যাচের প্রায় দুই শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।
২৮ই রমজান উপলক্ষে এস এস সি ২০১৪ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়।
দীর্ঘদিন পর সকল বন্ধু একসাথে হওয়ায় তাদের মাঝেও আনন্দ উৎফুল্লতা লক্ষ্য করা যায়।
সন্ধ্যায় ইফতারের পূর্বে সকলের জন্য দোয়া কামনা করে, এ ইফতার মাহফিল আয়োজন করা হয়।