ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। শুক্রবার (৬ মে) সকাল ৮টা থেকে বিরিশিরি পি সি নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হলরুমে নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মোট ভোটার ২৮৬৭ জন।ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এই নির্বাচনে ১০টি পদের জন্য লড়ছেন মোট ৩৩ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি ৫ জন, সহ-সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন,যুগ্ম সম্পাদক ২ জন, সহ সম্পাদক ২ জন,সাংগঠনিক সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক -২ জন, অর্থ সম্পাদক ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৭ জন। নির্বাচনের প্রধান দুই পদের মধ্যে সভাপতি পদে মো. সাইফুল ইসলাম, রাজিবুল হাসান রাজিব, ও সুমন মিয়া। সাধারণ সম্পাদক পদে বাবুল মিয়া, নুরুল হক ও নয়ন চন্দ্র সাহা রনি।
প্রধান নির্বাচন কমিশনার জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে, মোজাম্মেল হোসেন ফয়সাল, মো. তোফাজ্জল হোসেন দীপু, মো. কামরুল ইসলাম,মো. আরিফ খান, মো. বজলুর রহমান, মো. শিবলী সাদিক, মো. সুলতু মিয়া সহ ৮ সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।