কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাঙালিদের উদ্যোগে ‘আজ সন্ধ্যায় রবীন্দ্রনাথ’ শিরোনামে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এতে রবীন্দ্র সংগীতশিল্পী তীর্থ সাহা ও রীতা কর্মকার সঙ্গীত পরিবেশন করেন। গান আর
সুরের মূর্ছনায় প্রবাস জীবনে বাংলার রূপ, প্রকৃতি, ভালোবাসা ফুটে ওঠে। এ আয়োজনে উপস্থিত হয়ে লেখক, কলামিস্ট ও বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, কবিগুরুর গান আমাদের জীবনবোধের অনুপ্রেরণা দেয়। তার দার্শনিক চিন্তাসমৃদ্ধ প্রবন্ধ, সমাজ ও রাষ্ট্রনীতিসংলগ্ন গভীর জীবনবাদী চিন্তা আমাদের ভবিষ্যতের অগ্রযাত্রায় দারুণ ভূমিকা পালন করে।
সংগীতশিল্পী রীতা কর্মকার বলেন, আমাদের অস্তিত্বে মিশে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বের দরবারে বাঙালিকে মাথা উঁচু করে দাঁড়াতেও শিখিয়েছেন।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল রহমান বলেন, রবিঠাকুরের জন্মজয়ন্তীর মতো এমন প্রগতিশীল ও সৃজনশীল কাজের সাথে সংযুক্ত হতে পেরে ইকবাল রিয়েল এস্টেট গর্বিত। ভবিষ্যতেও এমন সৃষ্টিশীল যেকোনো কর্মকাণ্ডে ইকবাল রিয়েল এস্টেট কমিউনিটির পাশে থাকবে।
অনুষ্ঠানে যন্ত্র বাদনে ছিলেন অমিত কুমার মুহুরি, কি বোর্ডে সুমন চক্রবর্তী, তবলায় ছিলেন বাপ্পী দেব রয় এবং পিয়ানোতে দিয়া চক্রবর্তী।