নেত্রকোণা জেলার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কাকৈরগড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনাস ওই গ্রামের সাইকুল ইসলামের পুত্র।
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আনাস বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে আনাসকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।