বাংলাদেশ সাহিত্য জাদুঘর, দুর্গাপুর,নেত্রকোনা এর আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হলো কবি আওলাদ হোসেন স্মরণ সভা। দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ আয়োজনের শুরুতে সারাদেশের বন্যার্ত মানুষের জন্য দোয়া করা হয়।
স্মরণসভায় কবি জীবন চক্রবর্তীর সভাপতিত্বে কথা ও কবিতায় অংশগ্রহণ করেন কবি আবুল বাসার ,কবি আব্দুল্লাহ হক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, কবি লোকান্ত শাওন ,কবি সজীম শাইন, কবি এস,এম রোকন উদ্দিন, ডা. কামরুল ইসলাম, কবি জাহাঙ্গীর রিপন, কবি আরিয়ান সিদ্দিক সহ অনেকে। এসময় কবিপত্নী শাহিনা হোসেন তাঁর আবেগমথিত হ্নদয় বেদনা প্রকাশ করে সকলের কাছে স্বামীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
স্বাগত কথনে বাংলাদেশ সাহিত্য জাদুঘর এর প্রতিষ্ঠাতা ও কিউরেটর কবি জনপদ চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবির শিল্পজীবন ও কর্মসাধনাকে নিয়ে এক দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেন।
আয়োজনে আলোচকগণ বলেন কবি আওলাদ হোসেন বাংলাদেশের কবিতার এক বিরলপ্রজ শিল্পস্রষ্টা। তাঁর সাহিত্যের রস আমাদের আস্বাদন করা একান্ত অত্যাবশক। সেই সাথে আমাদের সমাজের দায় আছে ,এমন নিষ্ট শিল্পস্রষ্টাদের সামাজিক সুরক্ষা দেওয়ার। তবেই জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ আমাদের প্রার্থিত শিল্পভূমি হয়ে উঠবে।