সাভারে ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার ( ২৭ জুন) বিকেলে সাভারের পাবলিক লাইব্রেরী থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে সরকারী বেসরকারী গুরুত্বপূর্ন কার্যালয় প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের শেষে সাভার পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর মহিলা আওয়মী লীগের নেত্রী নাসিমা জাহান শিউলি, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শিউলি পারভিন, সাভার পৌর মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দসহ সাভার আশুলিয়া, ধামরাই মহিলা আওয়ামী লীগ নেত্রী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আনন্দ শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, বাংলাদেশের অহংকার আমাদের পদ্মা সেতু , সারা বিশ্বের মাঝে মাথা উচু করে দাড়িয়ে থাকা পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয় বাস্তবে পরিনত করে ছেড়েছেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়।
এ সময় প্রধান অতিথি ইয়াসমিন চৌধুরী সুমি বলেন, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত ও গর্বিত, আজ আমরা আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি, শুধু আমাদের নেত্রী মাননীয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।
দেশবাসীর দীর্ঘদিনের আশার প্রদীপ জ্বালিয়ে আজ পদ্মা সেতু দৃশ্যমান। পৃথীবির বুকে মাথা উচু করে দাড়িয়ে আছে। এই সেতু লোহা ও কনক্রিটের কোন অবকাঠামো নয় এই সেতু আমাদের গর্ব ,আমাদের অহংকারের , আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক। পদ্মা সেতু চালু হওয়াতে দক্ষিনাঞ্চলের ২১ টি জেলার সঙ্গে রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হলো। এর ফলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো। অন্য দিকে অর্থনীতি হবে বেগবান।ঢাকা জেলা উত্তর মহিলা লীগের পক্ষ থেকে তথা সাভার বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।