সারাদেশে শিক্ষক হত্যা, নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই শনিবার সকালে রায়পুর থানার সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে উপজেলায় কর্মরত বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গন অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক ঘটে যাওয়া সাভারের আশুলিয়ায় ছাত্র কতৃক নির্মম হত্যাকাণ্ডের শিকার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার এবং নড়াইলে লাঞ্ছনার শিকার অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও লক্ষ্মীপুর-সহ সারাদেশের শিক্ষক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে শাস্তি প্রদান এবং উৎপল কুমার হত্যা মামলার আসামিকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।