লক্ষ্মীপুরে মাসুদ নামে এক বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ তুলে কৃষকদের করা মানববন্ধন কে
ব্যবসায়ীক হিংসার ষড়যন্ত্র বলে দাবি করে সংবাদ সম্মেলন করছেন মাসুদ বীজ ভান্ডারের মালিক মো. মাসুদ হোসেন।
শনিবার (২ জুলাই) রাতে লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিডিয়া হাউজে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন মাসুদ বীজ ভান্ডার লক্ষ্মীপুর কৃষি বিভাগ থেকে অনুমোদিত বীজ বিক্রেতা। দীর্ঘ ২০-২৫ বছর যাবত লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামে ও শহরের পাইকারী এবং খুচরা বীজ বিক্রি করে আসছে। কৃষি বিভাগ থেকে লাইসেন্স নিয়ে কৃষকদের মাঝে বীজ সরবরাহ করেন তিনি। কিন্তু তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কতিপয় ষড়যন্ত্রকারী হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে গ্রামের সহজ সরল লোকজনদেরকে দিয়ে মানববন্ধন করিয়েছে বলে তিনি দাবি করেন।এসময় তিনি আরো বলেন, সহজসরল কৃষকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
এর আগে শনিবার (২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ তুলে কয়েকজন কৃষক মানববন্ধন করেছে মাসুদ বীজ ভান্ডারের মালিক মো. মাসুদ হোসেনের বিরুদ্ধে।