ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজার রাখার জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজার রাখার জন্য আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রাজু আহমেদ সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ,ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।