মুজিববর্ষ উপলক্ষে বিজয়নগর উপজেলার ১৫৮ টি পরিবার স্বপ্নের ঘর পেয়েছেন। এনিয়ে ঘর পাওয়া পরিবারের মাঝে উৎসবের আমেজ বিরাজ করেছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়নগর উপজেলার ১৫৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও চাবি হস্তান্তর করেন।এসময় সুধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার এ, এইচ, ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো জিয়াদুল হক বাবু প্রমুখ।উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা। এই পযর্ন্ত বিজয়নগরে ৫১৮ টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহ ও ভূমিহীনদের।