বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন,আগামী মাস থেকে চলমান লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনা হবে। এছাড়া উৎপাদন বাড়িয়ে অক্টোবর মাস থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি।
৭ আগস্ট,রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ তথ্য জানিয়েছেন তিনি।
নসরুল হামিদ বলেন, লোডশেডিং কমাতে এলাকাভিত্তিক কারখানা বন্ধের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে। তিনি জানান,জ্বালানি তেল সম্পর্কিত নতুন কোন সিদ্ধান্ত হয়নি।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী মাস (সেপ্টেম্বর) থেকে লোডশেডিং আরো কমবে। আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, একটু ধৈর্য্য ধরুন।
এর আগে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী ১৯ জুলাই থেকে সারাদেশে লোডশেডিং কার্যক্রম শুরু হয়।