ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান উপজেলা প্রশাসন, পরিষদ, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব,মুক্তিযুদ্ধ সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম, ওসি মোঃ রাজু আহমেদ, সমাজ সেবা অফিসার আফরোজা আফরিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।