মো:নূর আলম,জেলা প্রতিনিধি নেত্রকোনাঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুর্তুজ আলী,গত ১৭ আগস্ট রোজ বুধবার সন্ধ্যায় ৭.৩০ মিনিটের সময় ঢাকা ইমপালস হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তারই ছেলে এরশাদুর রহমান। আজ ১৮ আগস্ট রোজ বৃহস্পতিবার তার নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার জানাজার নামাজের শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।