হুমায়ারা ইসলাম মাহি ( বিনোদন ডেস্ক )
বলিউড ইন্ডাস্ট্রিতে অসংখ্য তারকা দাপিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকের ভারতীয় নাগরিকত্ব নেই কিন্তু বলিউডের কাজে থিতু হয়ে দিব্যি ভারতেই আছেন।
বলিউডের অনেক জনপ্রিয় তারকা ভারতীয় নাগরিক নন! তাদের তালিকা :
বলিউডের সিনেমায় প্রথম বিদেশি অভিনেত্রী ছিলেন হেলেন। আইকনিক নাচের জন্য পরিচিত তিনি। একজন বার্মিজ বংশোদ্ভূত সুন্দরী তিনি। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির এই নায়িকার জন্ম ডেনমার্কে। তিনি ডেনিশ নাগরিকত্ব ধারণ করেছেন, যদিও তিনি বেঙ্গালুরুতে বড় হয়েছেন। জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার মা সোনিয়া রাজদান একজন ব্রিটিস নাগরিক। জন্মসূত্রে আলিয়া ভাট একজন ব্রিটিশ নাগরিক।
বলিউডের আরেক লাস্যময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। হংকংয়ে জন্মগ্রহণ করেন বলি সুন্দরী। তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। মায়ের শিকড় থেকে এই নাগরিকত্ব পান তিনি।
বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারও ভারতীয় নাগরিক নন। তিনি রাজীব হরি ওম ভাটিয়া হিসাবে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। দিল্লিতে বেড়ে ওঠেন। তাঁর কাছে কানাডিয়ান পাসপোর্ট রয়েছে এবং তিনি তার ‘সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব’ গ্রহণ করার পরে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।
বলিউড পারফেকশনিস্ট আমির খানের ভাগনে ইমরান খান। তিনি একজন মার্কিন নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ম্যাডিসনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন ইমরান।
শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। নিজের অভিনয় মন জয় করে নিয়েছেন ভারতবাসীর। তবে এ সুন্দরী এখনো তিনি ভারতীয় নাগরিকত্ব পাননি। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী তিনি। জ্যাকলিন শ্রীলঙ্কার নাগরিক, যদিও তিনি বাহরাইনে জন্মগ্রহণ করেছিলেন।
রক্সটার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমাপ্রেমীদের নজরে আসেন বলিউড অভিনেত্রী নার্গিসব ফাখরি। বলিউড অভিনেত্রীর পাশাপাশি তিনি আমেরিকান মডেল এবং তার আমেরিকান নাগরিকত্ব রয়েছে।
ফাওয়াদ খান ২০১৪ সাল থেকে বলিউডে নিয়মিত কাজ করে যাচ্ছেন ফাওয়াদ। বাস্তবে তিনি একজন পাকিস্তানের নাগরিক।এই তালিকায় আছে সানি লিওনের নাম। তার কানাডিয়ান-আমেরিকান নাগরিকত্ব এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে। সানি লিওনের আসল নাম করনজিৎ কৌর।