বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়পুর পৌর শহরের ক্যাপটেন ফুড চাইনিজ রেষ্টুরেন্টে উপজেলার ভিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্যে দিয়ে ক্লাবের প্রথম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান মুন্সি, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, সাধারণ সম্পাদক আবুসাঈদ জুটন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, ৫নং চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য এম, এ রহিম, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এম, আর সুমনসহ আরও বিশিষ্ট ব্যক্তি বর্গ।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মো.আজম খান।
উক্ত অনুষ্ঠানে, উপজেলার সকল সাংবাদিকদের হাতে হাত রেখে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহবান জানান পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ।
তিনি আরো বলেন কিছু মানুষ আছে সাংবাদিকদের নাম শুনলেই তাদের গায়ে জ্বালা ধরে কারন সাংবাদিকরা তাদের মূখোশ উন্মোচন করে দেয়। সর্বোপরি সাংবাদিকদের নৈতিক দায়িত্ব পালনে তিনি তার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
লক্ষ্মীপুর বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.মিজানুর রহমান মুন্সি বলেন, সাংবাদিকরা হলো সমজের দর্পন। সাংবাদিকদের উচিত তাদের যোগ্যতা,মেধা এবং সৃজনশীলতা দিয়ে সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরা।সর্বপোরি কালোকে কালো বলা এবং সাদাকে সাদা প্রমান করে সুন্দর সমাজ বিনির্মানে এগিয়ে আসা।
রায়পুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার বলেন, আমাদের সমাজে ইভটেজিং,মাদক,কিশোর গ্যাং এর উপদ্রোভ ঠেকাতে সকল সাংবাদিকদের কলম ধরতে হবে।
রায়পুর ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক – আজম খান ও জসিম উদ্দিন তাদের বক্তব্যে,
রায়পুর সাংবাদিক ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলেন আমরা সাংবাদিকরা কেউ কারো প্রতিযোগী নয়, বরং সহযোগী।
সৎ-নিষ্ঠাবান সাংবাদিক তৃনমূল থেকে ঊঠিয়ে আনার পাশাপাশি, অপরাধীদের বিরুদ্ধে সুসংগঠিত একটা ইউনিটি হিসেবে কাজ করার জন্য আমরা রায়পুর ক্লাবের প্রতিষ্ঠা করেছি। তাছাড়া আমরা সমাজের সকল সুবিধাবঞ্চিত সাংবাদিকদের পক্ষে কাজ করার জন্য একত্রিত হয়েছি।
এই উপজেলায় আমরা সকল সাংবাদিক একই দেহ ও আত্না হিসেবে কাজ করতে চাই।
সর্বোপরি আমন্ত্রিত সকল ব্যক্তিবর্গ রায়পুর সাংবাদিক ক্লাবের সফলতা কামনা করেন এবং সাংবাদিকদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য আহবান জানান।
সর্বশেষে,
বিকেল ৪.০০ টা থেকে সন্ধ্যা ৭.৪৫ পর্যন্ত উক্ত অনূষ্ঠান সফল ভাবে পরিচালনা করার জন্য রায়পুর ক্লাবের সকল সদস্যদের প্রশংসা করেন আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ।
উল্লেখ্য, চলতি (২০২২ খ্রিঃ) বছরের প্রথম দিকে রায়পুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সৎ,নিষ্ঠাবান,অকুতোভয় সদস্যদের নিয়ে রায়পুরে সাংবাদিক ক্লাবের শুভ সূচনা হয়।