নেত্রকোনার দুর্গাপুরে পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস। ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যে শনিবার দুপুরে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে ও কারিতাস এ আয়োজন করে।
দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রবীণ কর্মসূচির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে কারিতাস মাঠ কর্মকর্তা ছবি ম্রং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন এবং ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপক সরকার।
আলোচকরা বলেন,সমাজে প্রবীণদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। এছাড়া তাদের যেকোন সমস্যায় পাশে দাঁড়াতে হবে। তারা বলেন,আমাদের মনে রাখতে হবে, প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি, এই দুয়ে দেশের মুক্তি।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।