নেত্রকোণায় কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে ৫ থেকে ১১বছর বয়সের শিশুদের করোনা প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে নেত্রকোণা পৌরসভার আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় টিকাদান কার্যক্রম অনুষ্টানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শফিউর রহমান, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়,পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার প্রমূখ।
জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে জানা যায়, জেলার ১০টি উপজেলায় একযোগে ৪৮টি টিকা কেন্দ্রে (ফাইজারের বায়োএনটেক) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম ১২দিন পর্যন্ত চলবে।
সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া জানান, জেলার ৪ লাখ ১৫ হাজার শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।