লক্ষ্মীপুরের রায়পুরে গাজী কমপ্লেক্সের ব্যবসায় পরিচালনা কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক নুর উদ্দিন শিবলু ভাটের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা’প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন রায়পুরে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা। (১১অক্টোবর) মঙ্গলবার সকালে ১০ঘটিকার সময় গাজী কমপ্লেক্সের মূল ফটকে ব্যবসায়ী পরিচালোনা কমিটি আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে প্রায় দুই সহস্রাধিক বিভিন্ন ব্যবসায়ী অংশ নেয়। এ সময় তারা ওই গাজী কমপ্লেক্সে ও গাজী মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভাট শিবলুর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে গাজী কমপ্লেক্সের সভাপতি আরিফুর রহমান বলেন,আমাদের গাজী কমপ্লেক্সের টানা পনের বছর লাগাতার সাধারণ সম্পাদক, নুরুদ্দিন শিবলু ভাট।
আমাদের কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে সৈয়দ আহমদের বহুতল ভবন উঠতেছে ওই ভবনের যত ময়লা পানি সব গাজী কমপ্লেক্সের রাস্তা দিকে ছেড়ে দেয়, এমতাবস্থায় আমাদের গাজী কমপ্লেক্সের সাধারণ সম্পাদক বাধা দিলে তার উপর অতর্কিত – হামলা করে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মার্কেটের কমিটির পক্ষ থেকে আমরা এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ।
রায়পুর থানা এসআই এনামুল হক বলেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে উভয় পক্ষের পৃথক দু’টি মামলা হয়েছে। দু’টি মামলাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, পৌর শহরের পুলিশের সাবেক এসআই সৈয়দ আহাম্মেদ উপজেলা সড়কের গাজী কমপ্লেক্সে এলাকায় একটি বহুতল ভবন নির্মান কাজের ময়লা পানি গাজী কমপ্লেক্সে ও মার্কেটের ড্রেন ব্যবহার করে নিষ্কাশন নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় উভয় পক্ষে থেকে দু’টি মামলা হয়।