1. admin@bongojournal24.com : admin :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলমাকান্দায় ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাদের অভিযোগে সংবাদ সম্মেলন কলমাকান্দায় জমির অধিকার ও ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষণ কলমাকান্দায় পানি নিষ্কাশন বন্ধ,পানিতে তলিয়ে ৫০ একর জমি কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ : ৭২ ঘন্টার আল্টিমেটাম গণমাধ্যমকর্মীদের দুর্গাপুরে ডিএসকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ মাদারীপুর শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি   আনন্দপুর মডেল ইউনিয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিটি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি মিঠাপুকুর গ্রামের রাস্তার বেহাল দশা, বৃষ্টিতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ

সাভারের ভাকুর্তা মেহেদী গ্রাম

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

 

মো: দেলোয়ার হোসেন | সাভার

মেহেদির নাম শুনলেই যেন একটা উৎসব উৎসব আমেজ চোখে-মুখে ফুটে ওঠে। মেহেদিতে হাত রাঙানো ছাড়া বাঙালি নারীদের কোনো উৎসব উদযাপনই যেন শতভাগ পরিপূর্ণতা পায় না। তাই বহুকাল থেকে যেকোনো ধর্মীয় উৎসব বিয়ে-শাদিসহ বিভিন্ন পালাপার্বণে মেহেদির ব্যবহার হয়ে আসছে। আর সেই মেহেদির বাণিজ্যিক চাষ করে ভাগ্য বদলেছে ঢাকার অদূরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি বাহেরচর গ্রামের অর্ধশত কৃষকের। এতে বছরে প্রায় দেড় কোটি টাকা আয় করছেন তারা। ১৮নভেম্বর সোমবার সকালে গ্রামটিতে গিয়ে দেখা যায় বিস্তির্ন এলাকাজুড়ে সবুজ মেহেদি পাতার খেত। সেসব খেতে ভোর থেকেই পাতা ও জমির পরিচর্যাকে কেন্দ্র করে কৃষকদের ব্যস্ততা শুরু হয়। আর এ কারণে বর্তমানে গ্রামটি মেহেদি নগর নামে পরিচিত। মেহেদি চাষকে ঘিরে গ্রামটিতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বেকার যুবকের। সাংসারিক কাজের পাশাপাশি মেহেদি জমিতে কাজ করে বাড়তি আয় করে খুশি শ্রমিকরা। মেহেদি চাষিরা বলছেন, দিন দিন বাজারে এই মেহেদির কদর বাড়ছে। বাড়ছে গ্রাহকের চাহিদাও। তবে চাহিদার তাই তাদের দাবি সরকারিভাবে সঠিক প্রচার-প্রচারণা ও সার্বিক সহযোগিতার মাধ্যমে এর এই মেহেদির উৎপাদন বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ১৯৯৬ সাল থেকে মেহেদি চাষের মাধ্যমে স্বাবলম্বী কৃষক মো. মেহেদী হাসানের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার মেহেদির চারা রোপণ করতে হয়। রোগ বালাই কম বলে রোপণের পর সামান্য পরিচর্যাতেই একটি গাছ থেকে ফলন পাওয়া যায় বছরের পর বছর। শীতের সময় মেহেদি পাতার উৎপাদন কিছুটা কম হয়। তবে বছরে অন্তত ৫ বার মেহেদি পাতা বিক্রি করা যায় এসব জমি থেকে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই পাতার অনেক কদর কিন্তু আমরা বাজারে ঠিকমতো সাপ্লাই দিতে পারি না। এছাড়া সরকারি সহযোগিতা পেলে আমরা এটি বিদেশেও রফতানি করতে পারব।

পেয়ার আলী নামে আরেক মেহেদি চাষি জানান, তিনি অন্যের জমি বর্গা নিয়ে মেহেদি চাষ করেন। জমি ভাড়া বাবদ বছরে ৭৫ হাজার টাকা দেন। গত বছর মেহেদি পাতার দাম ভালো ছিল। সার-কীটনাশকের খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ টাকা আয় করেছিলেন। ১০ বিঘা জমিতে মেহেদি চাষ করেছেন কৃষক স্বপন আলী তিনি বলেন, গত ১২/১৩ বছর ধরে মেহেদি চাষ করছি। এর ওপর নির্ভর করে সংসার চলে। আমাদের বাজারে নিয়ে মেহেদি পাতা বিক্রি করতে হয় না। পাইকাররা বাগান থেকেই পাতা কিনে নিয়ে যান। এদিকে মেহেদী চাষিদের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন পরামর্শ দেয়ার কথা জানিয়ে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, সাভারের ভাকুর্তা অঞ্চলের মাটি মেহেদি চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় এখানকার কৃষকরা জমিতে মেহেদি চাষ করে বছরে প্রায় দেড় কোটি টাকা আয় করছে স্থানীয় কৃষকরা। এতে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে মেহেদি চাষে লাভবান হচ্ছেন। আমরা তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং জমিতে পোকার আক্রমণ হলে পরামর্শ দেই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা