আব্দুর রশিদ || কলমাকান্দা (নেত্রকোনা)
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সিপিবির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অডিটরিয়াম হল রুমে উপজেলা সিপিবির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কলমাকান্দা উপজেলা সিপিবির নতুন সভাপতি হিসেবে কমরেড সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে কমরেড মৃত্যুঞ্জয় তালুকদারের নাম ঘোষণা করা হয়।
এরআগে প্রথম অধিবেশনে সিপিবি’র উপজেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব ইউনিয়নের সভাপতি মো. শরিয়ত উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন পিন্স। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার, সহসম্পাদক কোকিনুর বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন পিন্স বলেন, “আমি আশা করব, আজ যারা এই সম্মেলনে এসেছেন, তারা অঙ্গীকার করবেন— আমি আমার ভোট আমার লোককে দেব, পাশের বাড়ির লোককেও বোঝাব আসুন নিজের লোককে ভোট দিয়ে আমরা আমাদের লোককে সংসদে পাঠাব। তিনি বলেন, আমাদের প্রতীক কাস্তে। আগামীতে যারা এই মার্কায় নির্বাচিত হবেন, তাদের অফিস সবার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে প্রবেশ করলে যে চেয়ারে আপনাকে বসানো হবে, নির্বাচিত প্রতিনিধির চেয়ারও হবে একই রকম। ওই ঘরের দরজা-জানালায় কোনো পর্দা থাকবে না, সবাই সেখানে নিশ্চিন্তে কথা বলতে পারবেন।