1. admin@bongojournal24.com : admin :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলমাকান্দায় ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাদের অভিযোগে সংবাদ সম্মেলন কলমাকান্দায় জমির অধিকার ও ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষণ কলমাকান্দায় পানি নিষ্কাশন বন্ধ,পানিতে তলিয়ে ৫০ একর জমি কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ : ৭২ ঘন্টার আল্টিমেটাম গণমাধ্যমকর্মীদের দুর্গাপুরে ডিএসকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ মাদারীপুর শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি   আনন্দপুর মডেল ইউনিয়ন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিটি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি মিঠাপুকুর গ্রামের রাস্তার বেহাল দশা, বৃষ্টিতে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ

ফেসবুক পোস্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৭ বার পঠিত

 

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)
ব্রাহ্মণবাড়িয়া থেকে :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ফেসবুকের পোস্ট ও মন্তব্য করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেইসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার ঐক্কি বাড়ির প্রয়াত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তার মেয়ে আকলিমা বেগমের ওপর অতর্কিত হামলা চালায় পাঠান বাড়ির লোকজন। গত দুদিন ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আশপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এতে ইটপাটকেলের আঘাতে অন্তত ২৫ জন আহত হন। তবে কেউ গুরুতর আহত হয়নি।

হরষপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, “গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও সংঘর্ষের পর বিষয়টি জানতে পারি। ফেসবুকে মন্তব্য করা নিয়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরাও দুই পক্ষের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেছি। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে ২৫ জনের মতো আহত হন।”

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা